১
কালো জুতো সাদা মোজা মেয়েগুলি চপলা-
কালো বোর্ড সাদা চক, দিদিমনি অচলা।
একতলা ক্লাসঘর, নামতার সুর,
কান খাড়া, ঘন্টা - অমনি দে দৌড়...
এর পর পিটি ক্লাস, ড্রয়িং ও সেলাই,
গান দিদি, নীতি ক্লাস, ফাদারের আসা চাই।
চকচকে কালো সিঁড়ি: উঠে যাই চল-
মাতা মেরি, শিশু যীশু, জর্ডন- পূত জল।
পড়াশুনা জমে ওঠে দশ ক্লাস শেষ,
অফুরান কথা রাখে অফুরান রেশ.....
২
স্কুলের মধ্যে রইলো পড়ে একটি জীবন,
বাকি জীবন গড়িয়ে গেলো রাজপথে-
বড়ো হবার মন্ত্র এলো মহোৎসবে,
বুকের ভেতর দুঃখ রেখে সংগোপন.....
৩
হঠাৎ যখন একটা ভীষণ ঝোড়ো হাওয়া আসে,
পর্দা ছিঁড়ে স্মৃতি গুলো চোখের সামনে ভাসে....
পায়ে পায়ে যারা এখন পৌঁছে গেছে মধ্য জীবন,
হৃদয় মাঝে আজও খোঁজে ঝালর জামা সাদা রিবন।
Holy Child
খুব ভালো লাগলো সোমা তোর লেখা আবার পুরনো স্কুলের স্মৃতিতে ফিরে গেলাম ,এই ভাবেই যেন আমরা একসাথে জীবনটা কাটাতে পারি।
Shyama Palit
09-08-2024 10:51:00