দীপাবলি


#

জননীর গর্ভ আর মৃত্যুর ক্রোড়

দুই প্রান্ত সমান আঁধার

শুধু যাত্রাপথে আলো জ্বেলে রেখো

 

 

শীতের বিকেল, চারিদিক ছেয়ে আছে

বিষণ্ণতার কালো

তুমি এলে এই পথে জ্বলে ওঠে আলো

 

তুমি দেবী আঁধারসম্ভূতা

তবু এত কেন আলো

অমানিশা অবসানে সব দুঃখ জ্বালো

 

সব আলো নিভে যাক

দুচোখের আলো জ্বেলে

আজ তবে তোমায় দেখি

 

সর্বস্ব আহুতি নিয়ে রিক্ত করো আজ

সেই হোম অগ্নি দিয়ে পূর্ণ হোক  ডালি

           এই তবে মোর দীপাবলি