পথের পাঁচালি


#

কিভাবে যে বেঁকে গেছে পথ,

থেমে গেছে কথা -

            শুধু চলা টুকু আছে…….

 

অনন্ত যাত্রাপথে পথিকের ও ক্লান্তি আসে,

প্রয়োজন হয় কিছু সেবা ও বিশ্রাম -

         তার তরে ঘর কেউ রেখেছে সাজিয়ে?

 

যে পথ দূরে সরে গেছে,

তাকে ছেড়ে দেওয়া ভালো -

    ঘরে তবু তার তরে মঙ্গল দীপ জ্বালো….

 

ঘর তো ছিল না কোনোদিন,

পথ ও যদি ফিরিয়ে দেয়-

           ভবঘুরে কি করে উপায় !

 

পথ অন্তহীন জানি, জীবন তো তা নয়,

তার যাত্রা যেখানে ফুরোয়-

           পথ সেখানেই শেষ হয়……..