প্রলয়


#

তুই খাপখোলা বাঁকা তলোয়ার

 তুই আলোজ্বলা শত দিওয়ালি 

তুই উদ্ধত ঋজু অহংকার 

আমি খাপছাড়া খামখেয়ালী

 

 তুই শৃঙ্খল ছেঁড়া ঝোড়ো হাওয়া 

তুই সারারাত ব্যাপী বৃষ্টি 

তুই বজ্রকঠিন কালো মেঘ

আমি অপলক সুখ দৃষ্টি 

 

তুই আশমান চেরা বিদ্যুৎ

 তোর নীল নভোঘন চোখ

তুই উন্মাদ ভেসে যাওয়া 

আমি সম্বলহীনা শোক 

 

কালের গভীরে নিকষ আঁধারে জীবনের নিয়ে ঝুঁকি

 আবার আমাদের দেখা হবে ঠিক প্রলয়ের মুখোমুখি

 

সাম্প্রতিক উম্ পুন ঝড়ের পর যখন কবিতাটি লেখা হচ্ছে তখন শব্দবন্ধ মিলিয়ে দুটি ছবি পেলাম,

বজ্রকঠিন কালো মেঘের ছবি তুলেছেন ডা. অরুণ বন্দ্যোপাধ্যায়

আশমান চেরা বিদ্যুতের ছবি তুলেছেন ডা. সুব্রত রায়

ছবিদুটি ব্যবহারের অনুমতির জন্য দুজনকে ধন্যবাদ