এই তো কেমন বৃষ্টি হল
এই তো কেমন ভিজলো লোক,
এবার তবে তোমার সাথে
আজকে আবার দেখা হোক।
এই তো ছিল দহনবেলা
এই তো ছিল দুঃখদিন,
চাওয়া পাওয়ার হিসেব নিকেশ
কষ্ট কথার শতেক ঋণ।
এই তো ছিল দূরে যাওয়া
ছেড়ে থাকার শপথ গ্রহণ,
এই তো ছিল আকাশ ছোঁয়া
অভিযোগের প্রাচীন ধরণ।
এই তো কেমন বাদল হাওয়া
উড়িয়ে দিলো সকল শোক,
আজ তাহলে তোমার সাথে
আমার আবার দেখা হোক।
বর্ষামঙ্গল
আহা, মনে রং ছিটিয়ে দিলো
Malancha
24-06-2023 00:08:31