আয়ু সমর্পণ


#ayusamorpon

একটি বিদ্যা যদি আজ শেখাও আমায়

 

 

একটি বিদ্যা যদি আজ শেখাও আমায়

বিনিময়ে দিতে রাজি যাবতীয় শ্রম,

অধীত জ্ঞান, যত কিছু আছে আর

শেখাও কীভাবে করি আয়ু সমর্পণ

পৃথিবীর বড় গূঢ় অসুখ যখন,

বিষ বাষ্পে ভারি হয়ে উঠেছে বাতাস,

কতদিন মাঠে নেই ফসলের ঘ্রাণ

কীভাবে বাঁচাবে বল আপন সন্তান।

নির্মম নিষ্ঠুর যখন প্রকৃতির রোষ

আমরা চিহ্ণিত করি কারা সরে যাবে

আমরা সুরক্ষা দিই আপন স্বজন

একমাত্র এই পথ, আয়ু সমর্পণ