জরতী পৃথিবী


#

পুরাণে পড়েছি কথা যযাতি নৃপতি,

ভোগ ও বিলাস ঋদ্ধ নহুষ নন্দন-

আপন বার্দ্ধক্য ভার সঁপিয়া সন্তানে

 বিনিময়ে লাভ করে অশেষ যৌবন ।

 

এতদিন বাদে দেখি জরতী পৃথিবী, 

অপত্যরে  বলি দিয়ে সেজেছে যুবতী -

জননী নামে যে লাগে কালিমার ছোঁয়া,

 এমন সৌন্দর্য্যে তোর কেন হল মতি।

 

জীবন চক্রটি যদি আপন নিয়মে,

সহজ ছন্দের লয়ে থাকে ধাবমান, 

প্রতি শিশু বড় হয়, কিশোর, যুবক -

অবশেষে বৃদ্ধ তাই ঘরে ফেরা গান ।

 

পিছু ফিরে দেখা ভালো স্মৃতির সরণি, 

পিছু পানে হাঁটা দেখে যেন লজ্জা মানি ।।

"Mother earth is rejuvenating herself", Got a lot of such message. I beg to differ.