পুরাণে পড়েছি কথা যযাতি নৃপতি,
ভোগ ও বিলাস ঋদ্ধ নহুষ নন্দন-
আপন বার্দ্ধক্য ভার সঁপিয়া সন্তানে
বিনিময়ে লাভ করে অশেষ যৌবন ।
এতদিন বাদে দেখি জরতী পৃথিবী,
অপত্যরে বলি দিয়ে সেজেছে যুবতী -
জননী নামে যে লাগে কালিমার ছোঁয়া,
এমন সৌন্দর্য্যে তোর কেন হল মতি।
জীবন চক্রটি যদি আপন নিয়মে,
সহজ ছন্দের লয়ে থাকে ধাবমান,
প্রতি শিশু বড় হয়, কিশোর, যুবক -
অবশেষে বৃদ্ধ তাই ঘরে ফেরা গান ।
পিছু ফিরে দেখা ভালো স্মৃতির সরণি,
পিছু পানে হাঁটা দেখে যেন লজ্জা মানি ।।
Mon Na Diye Aar Parina
অন্তর্দৃষ্টি গর্ভ অভিব্যক্তি !
Biswajit Saha
12-09-2020 13:19:48