যাজ্ঞসেনী


#

বালিকা জেনেছে শুধু আঁধারের মূল

নিষেধের গন্ডী আর কাঁটাতার ঘেরা

সুখ এক দূরগামী মরীচিকা আলো

তিল তিল মৃত্যু চেয়ে খুঁজে ফেরা ভালো

 

ক্রমশ কিশোরী হয় যুবতী নিয়তি

সমাগত বুঝি হল অবসান দিন

একবার ছিঁড়ে ফেলো আজীবন শেখা

একবার মুখ তুলে আলোটুকু দেখা

 

আরও ক্ষতি বাকি আছে, প্রস্তুত আজ

মরণের চেয়ে আজও বাঁচাই কঠিন

প্রেম যদি নাই থাকে প্রত্যাখান থাক

জ্বলুক আগুন আর সব পুড়ে যাক

 

ভেঙ্গে যাক বেড়াজাল, আঁধার সীমানা

আগুনের আলো দিক নতুন ঠিকানা….